ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তার ফেরিওয়ালা 

প্রকাশঃ ২০২০-০৪-২২ - ১৯:০২
ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনার দাপটে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের মানুষের জনজীবন শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের কর্মহীনতায় সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ থাকায় সীমিত হয়ে পড়েছে রুজি-রুটি। আর ঘর বন্দী বেরোজগার এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্য সহায়তার ফেরিওয়ালা।
বুধবার দিনব্যাপী জেলার বড় খোচাবাড়ি এলাকার জগন্নাথপুর ও বেগুনবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও বেরোজগার প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন এ খাদ্য সহায়তার ফেরিওয়ালা।
কার্যক্রমটির পরিচালক জুয়েল ইসলাম জানান, করোনায় সারা দেশের গরীব অসহায় মানুষেরা ভীষণ কস্টে জীবনযাপন করছে। আমার পক্ষে সারা দেশের মানুষকে সহায়তা করা সম্ভব না। আমার সাধ্য অনুযায়ী আমার ব্যাক্তিগত তহবিল খেকে প্রায় ৭০ হাজার টাকা ব্যায়ে অসহায় ও বেরোজগারদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াশ করেছি মাত্র।