ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওযে রংধনু শপিং লিমিটেডের উদ্যোগে ক্ষুদ্র টার্কি বার্ড খামারীদের মাঝে সনদপত্র ও অর্থ প্রধান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়ানের হরিনানপুর গ্রামে খামারীদের কে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এই সময় ঠাকুরগাঁওযে রংধনু শপিং লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক বাবলু রায় বলেন ,বাংলাদেশে লক্ষ লাক্ষ যুবক যুবতী কর্মসংস্থানের অভাবে বেকারত বেড়েছে। আবার আর্থিক অস্বচ্ছলতার অভাবে কারনে অভাব অনটন লেগে থাকে ।
তিনি আরো বলেন স্বল্প পুজিও অল্প পরিশ্রমে পরিবারের আর্থিক সহায়ক উপাজনের উংস হিসাবে টার্কি খামার করে লাভ বান হচ্ছে ঠাকুরগাঁওয়ের খামারিরা ।
এ সময় উপস্থিত ছিলেন রংধনু শপিং লিমিটেডের চেয়ারম্যার তাজুল ইসলাম , রংধনু শপিং লিমিটেডের মাকেটিং এডভাইজার আনিসুর রহমান মিঠু, ও মাকেটিং অফিসার একরামুল হক সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে টার্কি খামারির মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন।