জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে ঐ ইউনিয়নের দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া গুচ্ছগ্রামের ৫৪টি আবাসিক ও ০৩ টি দাতব্য প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পল্লী বিদ্যুৎ সমিতির এ.জি.এম আল হেলাল প্রমূখ।
আলোচনা সভায় রমেশ সেন বলেন, বর্তমান সরকারের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের প্রত্যকটি গ্রামে উন্নয়ন হচ্ছে। অথচ এক সময় এই ২১টি ইউনিয়ন খুব অবহেলিত ছিল। মানুষ রাস্তা পায়নি, বিদ্যুৎ পায়নি, ব্রীজ পায়নি। বিএনপি’র ফখরুল শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। একটি কাজও তারা করেননি। অথচ বর্তমান সরকারের আমলে ব্রীজ, পাকারাস্তা, বিদ্যুৎ সহ সব কিছুই হচ্ছে।
উল্লেখ্য, পল্লী বিদ্যুৎতের তত্ববধায়নে ১৩লক্ষ ৩৫হাজার ৬শ টাকা ব্যায় করে এসব বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়া হয়।