ঠাকুরগাঁওয়ে জব ফেয়ার অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১২-০২ - ১৩:১০

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও :“ শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে এবং স্কিলস এন্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট এর সহযোগিতায় পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব প্রাঙ্গনে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, স্কিলস এন্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট এর কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান প্রমূখ। আলোচনা শেষে জেলা প্রশাসক আব্দুল আওয়াল প্রতিটি স্টল পরিদর্শন করেন।

উক্ত জব ফেয়ারে দেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশগ্রহন করেন।