ঠাকুরগাঁও প্রতিনিধি : সারা দেশের নেয় ঠাকুরগাওয়ে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও (জেডিসি) পরীক্ষা।
বুধবার সকাল ১০ টায় ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও (জেডিসি) পরীক্ষায় অনিষ্ঠুত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় ২৯ কেন্দ্রে (জেএসসি)ও এবার ২৩ হাজার ৫০০ জন,আর (জেডিসি)৩৮ শ অংশ নিচ্ছে। এবার মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫০০ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার অংশ গ্রহন করেছনে ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান এবারে ঠাকুরগাঁও জেলায় ৫ উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা ২৯ কেন্দ্রে শুরু হয়েছে। সবগুলো কেন্দ্রে ভালোভাবে পরীক্ষা হচ্ছে । আমার আশা করছে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মাধ্যমে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুন্দর হবে।