ঠাকুরগাঁও প্রতিনিধি : বছর ঘুরে আবার ফিরে এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নব উল্লাসে মেতে উঠেছে ঠাকুরগাঁওবাসী। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারো ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন করা হয়েছে।
এবারে অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে কালেক্টর চত্বর বটমুলে বৈশাখী গানের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি মঙ্গল শোভাযাত্র বেড় হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়।
অপরদিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে বৈশাখ উপলক্ষে একটি শোভাযাত্র বেড় হয়ে ঠাকুরগাঁও পুলিশ ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা প্রশাসক সার্বিক জহুরুল ইসলাম,জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা।
শোভাযাত্রা শেষে স্টেশ ক্লাবে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।