ঠাকুরগাঁওয়ে পাকহানাদার মুক্ত দিবসে নানা আয়োজন

প্রকাশঃ ২০১৭-১২-০৩ - ১৬:২৬

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও উদীচী শিল্পগোষ্ঠির আয়োজনে আজ রবিবার সকাল ১১টায় সাধারণ পাঠাগার মাঠে মুক্তিযুদ্ধের সংগঠক আকবর আলী, জাতীয় ও সংগঠনিক পকাতা উত্তোলন করে দিনটির কর্মসুচির উদ্ভোধন করেন।
এ সময় সংরক্ষিত-৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা(এমপি)। জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফয়সাল আহমেদসহ সরকারি ও বে-সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধাণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়।
এছাড়াও স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পনসহ দিনটি উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে সরকারি ও বে-সরকারি সংগঠনের পক্ষ থেকে।