ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর রতœাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাজিব আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।
বুধবার ভোর রাতে উপজেলার রতœাই সীমান্তের বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আহত হন রাজিব।
আহত রাজিব আলী আমজানখোর ইউনিয়নের রতœাই মধ্যকাশিবাড়ী গ্রামের মংলু মোহাম্মদের ছেলে।
জানা যায়, আহত রাজিব পেশায় গরু ব্যবসায়ী। তিনি ওপারে গরু আনতে গিয়েছিলেন। ফেরার পথে বুধবার ভোর রাতে উপজেলার রতœাই সীমান্তের বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আহত হন তিনি।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, তিনি দিনাজপুরে অবস্থান করায় এ ঘটনা জানেন না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকালু বলেন, তিনি এ ঘটনা শুনেছেন।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি ওই সীমান্তের নাগর নদীর তীরবর্তী স্থানে ঘাস কাটার পর সরিষা তুলছিল বারসা গ্রামের ৯ বছরের শিশু নাঈম। ভারতের গোয়ালপুর থানার নাটুয়াটুলি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আহত হয় সেও।