ঠাকুরগাঁও প্রতিনিধি : ২০১৭ সালের জেএফএ অনুর্ধ -১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে জাতীয় পর্যায়ে রানার্সআপ ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দল (রাঙ্গাটুঙ্গি, রাণীশংকৈল) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বেসরকারী প্রতিষ্ঠান ইএসডিও ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহযোগীতায় গতকাল শনিবার সন্ধায় মহিলা ফুটবলারদের এ সংবর্ধণনা দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসন ৩০১ এর সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য মো: ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক মু. সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক সহ আরো অনেকে।