ঠাকুরগাঁওয়ে সড়ক ও ২টি সেতুর ভিত্তি প্রস্তরের উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-০২-০৭ - ১১:১৪

জয় মহন্ত অলক,  ঠাকুরগাঁও : গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ (রংপুর জোন) প্রকল্পের আওতায় ৫৬ কোটি টাকা ব্যায়ে ঠাকুরগাঁও স্টেশন সড়কের চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ২টি সেতু নির্মান সহ চার লেনের সাড়ে ৪ কি.মি. সড়ক উন্নীত করন কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ২টি সেতু নির্মান সহ চার লেনের সড়ক উন্নীত করন কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। উদ্বোধন শেষে ঠাকুরগাঁও টাঙ্গন নদীর তীরে অপরাজয় একাত্তর চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলি মোকলেছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩০ বিজির মেজর জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু, মাহাবুবুর রহমান খোকন,সাংগঠনিক সম্পাদক অ্যাড মোস্তাক আলম টুলু , জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ। এসময় রমেশ চন্দ্র সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রুপকার। তিনি দেশের মানুষদের কথা চিন্তা করেন। তিনি দেশকে কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন সেই চিন্তা করেন। তিনি সেসব চিন্তা করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য আগামী জাতীয় সংসদ নিবাচনে তৃণমুলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান তিনি। এসময় তৃণমূল জনগনের পক্ষ হতে রাস্তা করার পরের রাস্তার দোকনদারদের অসুবিধা ও তার সমাধানের জন্যে বক্তব্য রাখেন দোকান দার সিধিল চন্দ্র সরকার।