ঠাকুরগাঁও প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যাদিবস স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।
রবিববার (২৫ মার্চ) রাত ৯ টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জেলা আওয়ামী লীগের আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এই এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ৩০১ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা সাাদেক কুরাইশি,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু,জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান রিপন প্রমুখ।
উল্লেখ্য: ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে এটি করা হয়। জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে গতবছর “গণহত্যা দিবস হিসেবে ষোষনা করে সরকার।