ঠাকুরগাঁওয়ে ৩০ বিজিবি কর্তৃক কম্বল বিতরণ

প্রকাশঃ ২০১৮-০১-১৫ - ১৭:১৭

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ৩০ বিজিবি কর্তৃক বিধবা বয়স্ক ও পঙ্গুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও রানিশংকৈল উপজেলার জগদল ক্যাম্পের চেকপোষ্ট বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যান সমিতি (সীপক্স) এর সহ সভানেত্রী রোজিনা আক্তার লুবনা, উপ শাখা সীপক্স এর সাধারন সম্পাদিকা রিপা হোসেন, ঠাকুরগাঁও সেক্টর জিএসও ২ এর পত্নী ফাহমী আহাম্মেদ মুন্নী ও ঠাকুরগাঁও ৩০ বিজিবির সেক্টর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় অন্য জেলার তুলনায় শীতের প্রকোপ এখানে একটু বেশি । সন্ধ্যা থেকেই শুরু হয় ঘন কুয়াশা। আর উত্তরের হিমেল বাতাসে নাকাল হয়ে পড়ে জনজীবন ।

তাই জেলায় তীব্র শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় ঠাকুরগাঁওয়ের ৩০ বিজিবি কর্তৃক কম্বল বিতরণী এ অনুষ্ঠানে ১ হাজার ২ শ জন বিধবা ,বয়স্ক ও পঙ্গুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।