ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় বণার্ঢ‍্য আনন্দ শোভাযাত্রা    

প্রকাশঃ ২০১৭-১১-২৬ - ১৫:৩২

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ার উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় রবিবার সকাল ১০টায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ” memory of the world international register এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভাধীন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা চত্বরে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।আয়োজনেরগাঁও কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বেড় হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান । এছাড়া আরও উপস্থিত ছিলেন, শিক্ষকদের মধ্যে শাহজাহান নেওয়াজ, মাওলানা আব্দুল্লাহ, আনছারুল ইসলাম,মাওলানা আব্দুল মান্নান, রশিদা প্রমুখ। এর আগে শোভাযাত্রার’ র্যালিতে সহকারী শিক্ষক রেজওয়ানুর রহমান, আক্তারুজ্জামান, মিস্টার জিন্নাত , ক্বারী মোজাম্মেল হক, কর্মচারীদের মধ্যে আব্দুর রশিদ ,আনোয়ার হোসেন, আনিসুর রহমান, নূর ইসলাম , ফজলুর রহমান সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।পরে অধ্যক্ষ রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি লাভে মহান নেতার উপর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।