ডাক্তারের পর এবার ঝালকাঠিতে নার্সের শরীরে করোনা সনাক্ত

প্রকাশঃ ২০২০-০৪-৩০ - ০২:২৯
corona
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির এক চিকিৎসকের পর এবার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন  সেবিকার (নার্স) শরীরে করোনার ভাইরাস সনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় ৮ জন আক্রান্ত হলেন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হালদার।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের রাসেল জানান, আইইডিসিআর থেকে আজ রিপোর্টে ওই সেবিকার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
কি ভাবে তিনি সংক্রমিত হলেন জানতে চাইলে ডাক্তার আবুল খায়ের রাসেল প্রাথমিক ধারণায় বলেন, চিকিৎসা সেবা দিতে গিয়ে হয়ত ওই সেবিকা সংক্রমিত হয়েছেন। তবে তার মেয়েও সম্প্রতি ঢাকা থেকে মায়ের কাছে এসেছেন জানিয়ে ডাক্তার রাসেল বলেন, ঠিক কী ভাবে ওই সেবিকা সংক্রমিত হলেন তা নিশ্চিত করে বলা যাচ্ছেন।
ওই সেবিকাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবুল খায়ের রাসেল।
প্রসঙ্গত, সোমবার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের দেহে করোনা ভাইরাস আক্রন্ত হওয়ার বিষয়টি সনাক্ত হয়।