ডুমুরিয়ায় অগ্নিকান্ডে ২ দোকান ভস্মিভুত

প্রকাশঃ ২০১৮-০৪-০৮ - ২২:২৭

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় মশার কয়েল থেকে আগুন লেগে ২ দোকানের মালামাল পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাতে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা গেছে, উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মোড়ে দুইটি দোকান আগুনে পুড়ে গেছে। ঘটনার রাতে ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দোকান ঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। ওই কয়েল থেকেই আগুন লেগে তার ব্যবসা প্রতিষ্টানসহ পাশের পার্থ ফার্মেসী নামে একটি ঔষধের দোকানও পুড়ে গেছে। আগুনে রফিকুলের দোকানে থাকা ভ্যান ও সাইকেলের পার্টসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় দুই লক্ষাধিক টাকা ও পার্থ ফার্মেসীর ঔষধ পুড়ে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ নেয়।