ডুমুরিয়ায় গণ-পিটুনিতে চোরের মৃত্যু

প্রকাশঃ ২০২১-০৫-২৪ - ১৭:৪৮

ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকায় আলোচিত হাফিজুর রহমান গাজী (৪৫) গণ-পিটুনিতে মারা গেছে। সোমবার ভোরে ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে টিপনা গ্রামের আলতাপ গাজীর ছেলে। তার বিরুদ্ধে ডুমুরিয়াসহ বিভিন্ন থানায় চুরির অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার টিপনা গ্রামের আলতাপ গাজীর ছেলে হাফিজুর রহমান গাজীর বিরুদ্ধে ঘেরের মাছ ও ভ্যানগাড়ীসহ রয়েছে নানান চুরির অভিযোগ। রোববার রাতেও সে প্রতিবেশী আজিজ গাজীর ভ্যানগাড়ী চুরি করে পালানোর সময় উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা এলাকায় জনতার হাতে ধরা পড়ে। সেখানে ফেলে গণ-ধোলাই’র পরে তাকে টিপনা এলাকায় রেখে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় তাকে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, পিটিয়ে মারার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাফিজুর গাজী নামক একজনের লাশ উদ্ধার ও লাশের সুরোতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে স্থানীয়দের নিকট থেকে তার বিরুদ্ধে নানা ধরনের চুরির অভিযোগ পাওয়া গেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।