ডুমুরিয়ায় বীর মুক্তিযোদ্ধা ফরুক মোড়লের ইন্তেকাল

প্রকাশঃ ২০২০-০৭-১৭ - ১৯:৩২

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফারুক মোড়ল (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি……. রাজিউন)। বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের দক্ষিণ আরশনগর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় মসজিদ প্রাঙ্গনে মরহুমের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফারুক মোড়ল দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন এবং মৃত্যুর কিছু দিন পূর্বে থেকে তাঁর শ্বাসকষ্ঠ দেখা দিয়ে ছিল। হঠাৎ বৃহস্পতিবার সারাদিন ধরেই তিনি অসুস্থ্য বোধ করছিলেন এবং ওইদিন রাতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে যান।
শনিবার বেলা ১১টায় তার মরদেহ স্থানীয় সমজিদ প্রাঙ্গনে নেওয়া হয় এবং সেখানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জীব দাস ও ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এরপর মসজিদে তাঁর নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাপন সম্পন্ন হয়।