ডুমুরিয়া দলিল লেখক সমিতির নির্বাচনে জমে উঠেছে প্রচার-প্রচারণা

প্রকাশঃ ২০২১-০১-২৫ - ১৭:৫৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা দলিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণায় জমে উঠেছে প্রচার-প্রচারণা। সভাপতি সম্পাদকসহ কার্য-নির্বাহীর ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ২০জন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১২টি পদের বিপরীতে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল হক সরদার ও ফারুখ হোসেন খান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন সেলিম খান, শরিফুল ইসলাম মোল্ল্যা ও মোজাম্মেল হোসেন খান। অর্থ-সম্পাদক পদে প্রশান্ত কুমার জোয়ার্দ্দার ও ইনছার আলী গাজী। সাংগঠনিক সম্পাদক পদে বায়েজিদ হালদার ও আজমল হোসেন শেখ। কার্য-নির্বাহী সদস্য’র ৮টি পদে প্রার্থী হলেন ১১জন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন আবুল হোসেন খান, তাপস চক্রবর্তী, মুস্তাফিজুর রহমান, রবীন্দ্রনাথ সরদার, গোপাল চন্দ্র দেবনাথ, কালাম হোসেন গোলদার, সামছুর রহমান মোড়ল, রেজাউল করিম, নুরুল হক মোড়ল, এস এম কালাম ও মফিজুর রহমান খান। সমিতির মোট ৭৪জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আশরাফ হোসেন খান, রওনাকুল ইসলাম, হারুনার রশিদ খান, আখতার হোসেন ও সুজিত বর্ধণ। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই হয়ে উঠছে প্রচার মুখর। বিশেষ করে সভাপতি ও সম্পাদক পদে চলছে তুমুল লড়াই। আর দু’টি পদের প্রতিদ্বন্দ্বি ৫প্রার্থীই করছেন জোর প্রচার-প্রচারণা।