ডুমুরিয়া সোনালী ব্যাংক দিচ্ছে প্রনোদনামুলক ঋণ

প্রকাশঃ ২০২০-০৭-২২ - ২০:১৬

সুজিত মল্লিক, ডুমুরিয়া : চলমান করোনা পরিস্থিতিতে বিশেষ প্রনোদনামুলক পুনঃ অর্থায়ন স্কিম ২০২০’র আওতায় ডুমুরিয়া সোনালী ব্যাংক শাখায় দেওয়া হচ্ছে ঋণের সুবিধা। যার আওতায় থাকবে নির্বাচিত কৃষি ও মৎস্য চাষিসহ ক্ষতিগ্রস্থ খামারিরা। ডুমুরিয়া সোনালী ব্যাংক শাখা ম্যানেজার মৃনাল কান্তি দাশ জানান, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া চলমান করোনা পরিস্থিতিতে কৃষক, মৎস্য চাষি ও খামারিরা রয়েছেন সীমাহীন ক্ষতির মুখে। বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ তাদের সহযোগিতায় বিশেষ প্রনোদণামুলক পুনঃ অর্থায়ন স্কিম ২০২০ চালু করেছেন। এ স্কিমের আওতায় দেওয়া হচ্চে ঋণ সুবিধা। ২০ জুলাই থেকে ডুমুরিয়া শাখায় এ স্কিম চালু হয়েছে এবং এ পর্যন্ত ২০জন সুবিধাভোগী এ ঋণ গ্রহন করেছেন। তবে এ সুযোগ গ্রহনকারিদের সংশ্লিষ্ট কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ অধিদপ্তরের প্রত্যায়ন অনুযায়ী ঋণ অনুমোদন করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা নির্বাচিত গ্রাহককে ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত টাকা প্রেরণ করতে পারছি। জামানত ছাড়া স্বল্প সুদে এ ঋণের পরিশোধের সময় সীমা হল ১৮ মাস। প্রথম পর্যায়ে এ স্কিমের আওতায় ডুমুরিয়া শাখায় বরাদ্দ পেয়েছি ২০ লাখ টাকা। তবে গ্রাহকের চাহিদার তুলনায় বরাদ্দের পরিমানটা অনেক কম। তাই বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর অধিক পরিমানে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।