তৃনমুল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা পৌছে দিতে হবে-সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২১-০৩-০২ - ২১:৫৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সরকার উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতেও সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। এটার সঠিক ব্যবহার করতে হবে। হাসপাতালে কোন রোগী চিকিৎসা নিতে এসে যেন ফেরৎ না যায়। ডাক্তারদের প্রকৃত সেবক হয়ে তৃনমূল পর্যায়ের সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়া কোভিড-১৯ ভাইরাস রোধে সকলকে টিকা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরার সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিন, ওসি মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার শিমুল চক্রবর্তী, ডাঃ উত্তম কুমার দেওয়ান, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, বণিক নেতা রবীন বসু, হাফেজ আশরাফ আলী প্রমুখ।