দাকোপে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সভা

প্রকাশঃ ২০২১-১০-২৫ - ১৮:১৯

দাকোপ প্রতিনিধি : দাকোপে রূপান্তরের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ও হেলভেটাসের সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় দাকোপ প্রেসক্লাব সম্মেলন কক্ষে অপরাজিতা নারীনেত্রী দানকুমারীর সভাপতিত্বে মতনিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আজগর হোসেন ছাব্রি। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম, মামুনুর রশিদ, চালনা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূইয়া, দাকোপ উপজেলা বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি দীপক রঞ্জন রায়, নাগরিক সমাজের প্রতিনিধি গৌতম সাহা, সাংবাদিক জি এম আজম, উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক মলিনা জোয়াদ্দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগর সেন, নারী নেত্রী, কনিকা গোলদার, রওশানারা বেগম, বুলু মন্ডল, ইউপি সদস্য বেবী নাজনীন, বিথীকা রায়, আব্দুস সাত্তার সানা, মাধবী গোলদার, মোশারফ হোসেন লিমন, শ্যামল রায়। সভায় সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায়। সভাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।