দাকোপে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অর্থদন্ড ও ড্রেজার জব্দ

প্রকাশঃ ২০২১-০৮-১৭ - ০১:০১

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে অবৈধ আত্মঘাতী ড্রেজার ব্যবহারে বালু উত্তোলনের ঘটনায় অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোবাইল কোর্টের আওতায় পৃথক দু’টি ড্রেজার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার সকাল থেকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টুু বিশ্বাস দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী সঙ্গীয় পুলিশ সদস্যসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার লাউডোপ ইউনিয়নের খুটাখালী খালে আতœঘাতি ড্রেজারসহ খুটাখালী গ্রামের মৃঃ রুপচাঁদ মন্ডলের পুত্র সুপ্রভাত মন্ডলকে আটক করা হয়। এ ছাড়া পানখালী ইউনিয়নের আনন্দ গ্রামে অবৈধ ড্রেজার ব্যবহারে বালুু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ মৃৃঃ হরিদাস মন্ডলের পুত্র মনজিত মন্ডল এবং ছোট চালনা গ্রামের মৃঃ আনোয়ার আলীর পুত্র শহিদুল ইসলামকে আটক করে। এ সময় ড্রেজার মেশিন ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে বালুু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টের আওতায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১)১৫এর ১ ধারায় তাদের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং দু’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।