দাকোপে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৪-০১-১৫ - ১৬:১২

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। প্রশিক্ষক ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খামারবাড়ী খুলনার অতিরিক্ত উপ পরিচালক এস এম মিজান আহম্মদ, খামারবাড়ী খুলনার অতিরিক্ত উপ পরিচালক সুবীর কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। রবি ও সোমবার ২ দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৯ ইউনিয়ন ও চালনা পৌরসভার ৬০ জন কৃষক পৃথক দু’টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহন করে। ধান, তরমুজ, নানা জাতের শাক সব্জিসহ দাকোপ অঞ্চলে চাষযোগ্য সকল ধরনের কৃষি উৎপাদন নিরাপদ ও বৃদ্ধিতে প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই প্রশিক্ষণ দেওয়া হয়।