দাকোপে চাঁদার দাবীতে শ্রমিকের ওপর হামলা

প্রকাশঃ ২০১৯-০৪-০৫ - ১৯:৪১

দাকোপ প্রতিনিধি : দাকোপে চাঁদার দাবীতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বেড়িবাঁধ পুনঃনির্মাণ প্রকল্পের শ্রমিকের ওপর হামলা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রামিল মোল্লা নামের এক এক্সেভেটর চালক। থানায় মামলা দায়ের ২ জন গ্রেফতার।
থানা পুলিশ ও ভুক্তভোগি এবং এলাকাবাসী সুত্রে জানা যায়, চায়না ঠিকাদারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ৩৩ নম্বর পোল্ডারে বেড়িবাঁধ পুনঃনির্মাণ কাজ চলছে। এজন্য বিভিন্ন জায়গা থেকে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি সংগ্রহ করে তা নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। প্রাপ্ত অভিযোগে জানা যায় গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে পোদ্দারগঞ্জ সাহেবের আবাদ গ্রামে নির্মাণ কাজের পাশে গিয়ে দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পুত্র সঞ্জীব রায় প্রতিষ্ঠানের শ্রমিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে । টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণের কাজে বাধা সৃষ্টি করা হয়। এরপর উভয়ের মধ্যে বাকবিত-া শুরু হওয়ার এক পর্যায়ে সঞ্জীবের হাতে থাকা লোহার রড দিয়ে এক্সেভেটর গাড়িচালক রামিল মোল্লাকে(২৪) আঘাত করে মারপিট করে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকে রামিলকে উদ্ধার করতে চায়না নাগরিক শিং চ্যাং সেং ও শ্রমিক সাগর গেলে তাদেরকেও সঞ্জীবের দলবল বেধড়ক মারপিট করে বলে জানা গেছে । পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা রামিল মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রামিলের শ^শুর বাদী হয়ে দাকোপ থানায় সঞ্জিব অপর এক ইউপি সদস্যসহ আটজনকে আসামী করে মামলা দায়ের করে। যা দাকোপ থানার মামলা নং-২। মামলার বাদী মোঃ মামারুক মির্জা আরো বলেন, চীনা নাগরিকের কাছে থাকা প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সঞ্জিব সহ অন্যান্য আসামীরা। এ বিষয়ে দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের লোকের হাতে তার ছেলে মারপিটের শিকার হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকাররম হোসেন বলেন, চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই মামলার দুজন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামীসহ অন্যান্য আসামীরা পলাতক আছে।