দাকোপে ডলফিন দিবস পালনে আলোচনা সভা

প্রকাশঃ ২০২১-১০-২৪ - ২০:১১

দাকোপ প্রতিনিধি : আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালনে দাকোপে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ খুলনার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী বন সংরক্ষক সুন্দরবন পশ্চিম বিভাগ মোঃ আবু সালেহ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা খুলনা তন্ময় আচার্য্য। বক্তৃতা করেন বন্যপ্রাণী পরিদর্শক সংরক্ষন বিভাগ খুলনা রাজু আহমেদ, বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের কর্মকর্তা অনিমেষ চন্দ্র মিরবর, পাভেল শেখ, কালাবগী অঞ্চল ডলফিন গ্রুপের সভাপতি শাহাবুদ্দিন গাজী, পানখালী অঞ্চলের সভাপতি ইকরামুল ইসলাম, লুৎফর রহমান সানা, কওসার আলী সানা, আশিক মীর, আসমা বেগম, উদয় শংকর রায়, সাকিব শেখ, আমির হামজা মোল্যা, কালীপদ মন্ডল, নাজমা বেগম প্রমুখ।