দাকোপে নব জাগ্রত যুব সংঘের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০১-২৬ - ১৮:১০

গোলাম মোস্তফা খান,দাকোপ(খুলনা) : ছিলো ডাক্তারী সেবা, ফ্রিতে ডাক্তারের পরামর্শ। আর ছিলো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। শীতের মিষ্টি সোনালী রোদ ছড়িয়ে পড়ার আগেই অনুষ্ঠানস্থলে আনান্দ উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতি শিক্ষার্থীরা।
জেলার দাকোপ উপজেলায় গতকাল শুক্রবার সকাল ১১টায় নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে নব জাগ্রত যুব সংঘের উদ্যোগে বিশেষ কর্মসূচী ও দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন ছিল।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানমালায় ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধণা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, দুঃস্থ পীড়িতদের আর্থিক সহায়তা প্রদান, দুর্যোগ বিষয়ক পট ও জারি পরিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃকিত অনুষ্ঠান। বিভিন্ন আয়োজনের মধ্যেদিয়ে উপজেলার কামারখোলা ইউনিয়নের শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ জুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ।
আয়োজিত অনুষ্ঠানে নব জাগ্রত যুব সংঘের সভাপতি প্রসেনজিৎ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নব জাগ্রত যুব সংঘের উপদেষ্টা মোঃ ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার মোড়ল, রূপসার টিএসবি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, শিবসা নার্সিং হোমের পরিচালক ডা. চিত্ত রঞ্জন বাছাড়, জেলা মার্কেনটাইল ইসলামী ইনসুরেন্স লিমিটেডের এএমডি রিপন শিকদার, জেলা মার্কেনটাইল ইসলামী ইনসুরেন্স লিমিটেডের জিএম প্রতুল হালদার। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, নব জাগ্রত যুব সংঘের সাধারন সম্পাদক নিহার রায়, সদস্য চিত্ত রঞ্জন রায়, তন্ময় মন্ডল, মিলন গাইন, পার্থ রায়সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য মানোষ কুমার মন্ডল।