দাকোপে প্রতিপক্ষের হামলায় ২ নারী হাসপাতালে

প্রকাশঃ ২০২০-০৫-০২ - ১৬:১০

আজগর হোসেন ছাব্বির : দাকোপে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে প্রতিপক্ষের উপর হামলা মারপিটের অভিযোগ। গুরুত্বর আহত ২ নারীকে হাসপাতালে ভর্তি নগত টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
থানায় দাখিলকৃত এজাহারে উল্লেখ করা হয়, উপজেলা সদর পারচালনা গ্রামের সাত্তার গাজীর স্ত্রী নাসিমা বেগম (৪৫) ধান ক্রয়ের উদ্দেশ্যে বাবার বাড়ী থেকে টাকা নিয়ে শুক্রবার সকালে বাড়ী ফেরার পথে এই হামলার শিকার হয়। জানা যায় প্রতিপক্ষ একই এলাকার মনিরুল গাজীর বাড়ীর সামনে আসা মাত্র তারা নাসিমার পথরোধ করে মারপিট শুরু করে। এ সময় নাসিমার ডাকচিৎকারে তার স্বামী ও পুত্রবধুৃ ইয়াসমীন বেগম তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। এ সময় ধান ক্রয়ের উদ্দেশ্যে আনা নগত ২৫৭২০ টাকা এবং পুত্রবধু ও শাশুড়ির ব্যবহ্নত স্বর্ণালংকার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে গুরুত্বর আহত নাসিমা এবং তার পুত্রবধু ইয়াসমিনকে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পর্যন্ত তাদের অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। নাসিমার প্রতিবেশী মৃঃ মকবুল গাজীর পুত্র মনিরুল গাজীদের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল বলে জানা যায়। এ ঘটনায় নাসিমা বাদী হয়ে হামলায় অংশ নেওয়া মনিরুল গাজী, আবেদা বেগম, রিফাজ সরদার, রিয়াজ সরদার, মিনারুল গাজী, সোনিয়া বেগম, নজরুল গাজী ও সালমা বেগমকে আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল করেছে বলে জানা গেছে।