দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশঃ ২০২০-১২-০৯ - ২০:৩৩

আজগর হোসেন ছাব্বির : “কমলা রংঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দাকোপে আলোচনা সভা র‌্যালী এবং শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবর রহমান,সমাজাসেবা কর্মকর্তা প্রবীর রায়, সমবায় কর্মকর্তা প্রনাব রঞ্জন মন্ডল, মহিলা বিষয়ক দপ্তরের সিএস জাকারিয়া আল হেলালসহ জিও-এনজিও প্রতিনিধি বৃন্দ। সভায় পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী ও সনদ বিতরণ করা হয়।