দাকোপে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশঃ ২০২১-০৭-০১ - ২০:০৫

আজগর হোসেন ছাব্বির, দাকোপঃ দাকোপে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশাজীবিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস প্রধান অতিথি হিসাবে চালনা পৌরসভার ৩ শ ক্ষুদ্র চা ব্যবসায়ীদের মাঝে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
এরপর বেলা ১ টায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ত শ ভ্যান চালক, ইজিবাইক চালকসহ চালক শ্রমজীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্হিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, তৈল ও লবন।