দাকোপে রুপান্তরের উদ্যোগে প্রশিক্ষন সনদ বিতরন

প্রকাশঃ ২০২২-০২-১৪ - ২২:৪০

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে বেসরকারী সংস্থা রুপান্তরের উদ্যোগে করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরী পূনর্বাসন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের অবহিত করন ও প্রশিক্ষন সনদ বিতরন করা হয়েছে।
সুইজারল্যান্ডের সহযোগীতায় রুপান্তরের বেইস প্রকল্পের আওতায় সোমবার সকালে চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শেখ জার্জিস উল্লাহ রুপান্তরের জেলা কো-অর্ডিনেটর বেইস, ফিল্ড অফিসার নমিতা মল্লিক, রাজীব হাসান, মৌসুমী রায় ওয়াশ প্রকল্প, উপকারভোগী মোমেনা বেগম, তাসলিমা খাতুন, তাপসী সরদার, আনোয়ারা বেগম, নাসিমা বেগম, রুপক কুমার দাস প্রমুখ। বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় বাগেরহাটের প্রশিক্ষন সহায়তায় প্রকল্পের আওতায় দাকোপের ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভার অতিদিরিদ্রদের করোনাকালীন বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন এবং তাদের আর্থ সামাজিক উন্নয়নে জনপ্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়। একই সাথে করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের নিকট ১ হাজার মাস্ক হস্তান্তর করা হয়।