দাকোপে রুপান্তরের উদ্যোগে নারীর ক্ষমতায়নে সভা

প্রকাশঃ ২০২৪-০২-০৭ - ১৬:৫৯

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের উদ্যোগে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভা কক্ষে উপজেলঅ অপরাজিতা নেটওয়ার্ক কমিটির আয়োজনে সভায় নারীর ক্ষমতায়নের বিষয়ে নানা প্রতিবন্ধকতা ও করনীয় বিষয় তুলে ধরে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোনরঞ্জন মন্ডল, উপজেলার সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মানস রায়, শেখ সাব্বির আহমেদ, বিথিকা রায়, রুপালী মীর্জা, রুপান্তরের এ্যাডভোকেসী এবং নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, জেলা সমন্বয়কারী দ্বীপ্তি রায়, ফিল্ড কো-অর্ডিনেটর কল্যাণী রায়, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, সুব্রত রায়, আইয়ুব আলী ঢালী, ইদ্রিস আলী সবুজ, ফিরোজ আলী খা, স্বপন কুমার মন্ডল, নিহার মন্ডল, হেলাল উদ্দিন গাজী, রুফিজা বেগম, চন্দনা জোয়াদ্দার, বিথিকা রানী, কোহিনুর বেগম বিউটি, নিমাই রায়, কনিকা সরদার, কনিকা পোদ্দার, বিশ্বজিত রায়, প্রশান্ত রায়, সুশান্ত ঢালী খোকন, শিউলী পারভীন, জয়ন্ত গাইন, লুৎফর রহমান গাজী, বিকাশ গাইন, বেভা রানী মন্ডল প্রমুখ।