দাকোপ প্রতিনিধি : দাকোপে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮ দলীয় কাবাডি (হাডুডু) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিবাগত রাত্রে উপজেলার পানখালী ইউনিয়নের হোগলাবুনিয়া গাজী বাড়ী মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
হোগলাবুনিয়া যুব সমাজের আয়োজনে ব্যাপক দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাটাবুনিয়া (২-৫)(২-৪) সেটে বুনোরাবাদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলার চ্যাম্পিয়ান দলকে ১টি সোলার প্যানেল সেট এবং রানার্সআপ দলকে ১ টি মোবাইল সেট পুরুস্কার দেওয়া হয়। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক মোস্তাক গাজী, আজিজুর রহমান গাজী, জি এম রোকনুজ্জামান, রাসেল গাজী, অহিদ গাজী, রাকিব মোল্যা, নিশান শেখ, ওয়েজ শেখ, হাসিম গাজী, মুছা শেখ, আওয়াল গাজী, মুরসালিন গাজী, গাজী আকতার হোসেন মুছা, জি এম আনোয়ার হোসেন নান্টু, সাদ্দাম শেখ, আরমান শেখ, মিজান শেখ প্রমুখ।