দিঘলিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশঃ ২০২০-১২-১৪ - ১৯:৪৫

দিঘলিয়া প্রতিনিধি :  দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা পরিষদ কন্ফারেন্স রুমে সোমবার সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন এর সভাপতিত্বে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মোল্লা,উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান( মহিলা)মমতাজ শিরিন ময়না, উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান গন,মুক্তি যোদ্ধা গন,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অপদিকে বিকাল ৪ টায় দিঘলিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলেক্ষ্য প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত সবাই ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশিও রাজাকার, আলবদর ও আলশামস কতৃক রাতের আঁধারে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী হত্যাকরীদের ধিক্কার জানায় এবং সেই সব শহীদদের স্মৃতিচারন করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, হাবিবুর রহমান মল্লিক, জামসেদ সৌরভ, এস এম শামিম, মোঃ জামাল হোসেন, মোঃ আশরাফ হোসেন, ওয়াসিক রাজিব ও কে এম আসাদুজ্জামান।