খুলনা : ময়মনসিংহের এক মামলায় সোমবার দুপুরে বাগেরহাট জেলা রেজিস্ট্রার ফজলার রহমানকে (৫৭) গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বিভাগীয় সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে নিজ দপ্তর থেকে তাকে গ্রেফতার করে। দুদক খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভালুকায় বনবিভাগের এক কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভূমি অবৈধ দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে রোববার দুদক মামলা করে। এ মামলায় এনটিভি ও রোজা এগ্রো লিমিটেডের চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ ছয়জনের নাম রয়েছে। এদের বিরুদ্ধে ভালুকা থানায় ছয়টি মামলা দায়ের করেছে দুদক। রোববার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
দুদক সমন্বিত কার্যালয় খুলনার সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন জানান, গ্রেপ্তারের পর ফজলার রহমানকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতই পরবর্তী করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।