দেশ ও জাতির উন্নয়ন করতে হলে আলোকিত মানুষের প্রয়োজন -শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

প্রকাশঃ ২০১৯-০৪-০৪ - ১৯:৫৩

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা) : শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন করতে হলে দরকার আলোকিত মানুষের। আলোকিত মানুষ গড়তে হলে প্রয়োজন সবার জন্য মান সম্মত শিক্ষা। যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে মাদকমুক্ত শিক্ষিত সমাজ গড়তে হবে।
বৃহস্পতিবার বিকালে খুলনার ফুলতলা রহমানিয়া এালিমেন্টারি স্কুল চত্বরে অনুষ্ঠিত নব নির্মিত ভবন উদ্বোধন কালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি কুতুবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনার আঞ্চলিক পরিচালক প্রফেসর হারুন অর রশিদ, উপ-পরিচালক নিভা রানী পাঠক, জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও পারভীন সুলতানা। মনিরুজ্জামান জমাদ্দারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, কাজী মনিরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম প্রমুখ। এর পূর্বে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে নব নির্মিত ভবনের উদ্বোধন এবং বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।