ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া ফেনীর যুবক বেনাপোলে আটক

প্রকাশঃ ২০১৮-০২-১৭ - ২০:৩৮

যশোর: ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অপরাধে ফেনীর জুয়েলচন্দ্র শীল (২৬) বেনাপোলের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলেন। সেই থেকে তিনি পালিয়ে লুকিয়েছিলেন। জুয়েলচন্দ্র শীল লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের বেজকুমার শীলের ছেলে।

ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান, ফেনী সদর থানায় জুয়েল চন্দ্র শীলের নামে একটি মামলা রয়েছে। যার নম্বর ৩৯, তারিখ-১৫.০২.১৫। ওই মামলায় দীর্ঘদিন ধরে জুয়েল পলাতক ছিলেন। তিনি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন সে জন্য ইমিগ্রেশনগুলোতে তার নামে ‘রেড  নোটিস’ পাঠায় পুলিশ। ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার নামে ফেনী সদর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় তাকে দীর্ঘদিন গ্রেফতার করতে না পেরে দেশের সব ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়। আদালতের মাধ্যমে তাকে ফেনীতে নিয়ে আসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান বলেন, জুয়েল চন্দ্র শীলকে গ্রেফতারের খবরটি ফেনী সদর থানাকে জানানো হয়েছে। শনিবার তাকে যশোর আদালতে হাজির করা হয়।