নতুন নিয়মেই বেনাপোল বন্দরে পণ্য আমদানি শুরু

প্রকাশঃ ২০২৩-০২-১৩ - ১১:৫৮

বেনাপোল : জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া নতুন নিয়মে ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট (আইজিএম) অনলাইন মেনেই রোববার বিকালে ভারত থেকে বেনাপোল বন্দরে পণ্য আমদানি শুরু হয়েছে। নতুন নিয়ম ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট মানতে রাজি না হওয়ায় শনিবার সকাল থেকে রোববার বিকাল পর্যন্ত পণ্য আমদানি বন্ধ ছিল। এ ঘটনায় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দর এলাকায় শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে। শনিবার সকাল থেকে বেনাপোল কাস্টমস কার্গো শাখা অনলাইনে আইজিএম চালু করলে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা কার্পাস / গেটপাশ করা বন্ধ করে দেয়। পূর্বের কার্পাস / গেটপাশ করা ৭৬ টি পণ্য বোঝাই ভারতীয় ট্রাক শনিবার বেনাপোল আসে। রোববার সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি। তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানি স্বাভাবিক ছিল। ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আইজিএম করার আগে কারপাস করতে হয়। সেখানে পণ্যের নাম, পরিমাণ, ট্রাক নম্বর, চ্যাসিস নম্বর, ট্রাক চালক, হেলপারের নাম পরিচয় লিপিবদ্ধ করতে হয়। এরপর সেটা বাংলাদেশ কাস্টমসের কাছে দিলে তারা এন্ট্রি করে দেন। তারপর পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এখানে কোনো ভুল হলে সেটা সংশোধন করতে এক থেকে দেড় মাস লেগে যায়। তবে অনলাইনে এন্ট্রির পর ভুল হলে সেটা কিভাবে সংশোধন হবে তা না জানানোয় ভারতীয় ট্রান্সপোর্ট ইউনিয়ন কাজ বন্ধ করে দিয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২ টার দিকে নোম্যান্সল্যান্ডে ভারত-বাংলাদেশের কাস্টম ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় কাস্টমস ভূল সংশোধনের জন্য আশ^স্থ্য করেছে। রোববার বিকাল থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার কলি মুল্লাহ বলেন ১২ টার দিকে নোম্যান্সল্যান্ডে ভারত-বাংলাদেশের কাস্টম ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। বিকাল থেকে নতুন নিয়মে পণ্য আমদানি শুরু হয়েছে। বিকাল ৫ টা পর্যন্ত ২৮ টি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে এসেছে।