নিরাপদ অভিবাসন নিশ্চিতে রাইটস যশোরের উদ্যোগে শোকেস ইভেন্ট

প্রকাশঃ ২০১৮-০১-২২ - ২১:০৫

যশোর অফিস : ‘অভিবাসী শ্রমিকদের মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তারা যাতে নির্বিঘেœ কাক্সিক্ষত দেশে নিরাপদে পৌঁছাতে পারেন, সেখানে গিয়ে সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারেন- সেলক্ষ্যে আমাদের সকলের সচেতনতামূলক কাজ করতে হবে। যদি অভিবাসন প্রক্রিয়া অনিরাপদ হয়, তাহলে মানবপাচারের শিকার হতে পারেন আমাদের শ্রমসম্পদ। আমাদের অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন- তাদের জন্যে অবশ্যই সকলের দায়িত্ব রয়েছে।’

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম মামুন উজ্জামান সোমবার মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে সমাজভিত্তিক প্রচার অভিযানের অংশ হিসেবে রাইটস যশোরের উদ্যোগে ‘শোকেস ইভেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শ্রম জনশক্তি যশোর অফিসের সহকারী পরিচালক মো. রাহেনুর ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক মো. নাসির উদ্দীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা এএসএম কবীর, ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, নারীনেত্রী শামসুন্নাহার পান্না প্রমুখ আলোচনা করেন।

মতবিনিময় সভায় মানবপাচার ও নিরাপদ অভিবাসনে রাইটস যশোরের কার্যক্রমের ওপর সবিস্তার আলোচনা করেন সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার একেএম আজহারুল ইসলাম ও জেলা সমন্বয়কারী তৌহিদ-উজ- জামান।

সভায় আলোচকরা বলেন,  মানবপাচার প্রতিরোধে সর্বত্র সামাজিক প্রতিরোধ ও প্রচারণার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সর্বস্তরের মানুষকে বোঝাতে হবে মানবপাচারের ভয়াবহতা এবং কীভাবে এটা প্রতিরোধ করা যায়।

সভায় যশোরের ৬টি উপজেলার ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনরা অংশ নেন।