নির্বাচান কমিশনের উপর আমাদের কোন আস্থা নেই : মির্জা ফখরুল

প্রকাশঃ ২০১৭-১২-২২ - ১৫:৪৮
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : রংপুরের নির্বাচন যতো ভালোই করুক। আমরা প্রথম থেকেই বলে আসছি এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোন আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে তার নিউজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশনের গঠন প্রণালিটাই হচ্ছে রং। নির্বাচন কমিশন গঠন করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। যার মধ্যে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে। সেখানে আমরা দেশের বরেণ্য ব্যক্তিদের নিয়ে যাদের প্রতি সকলের আস্থা আছে তাদের কে নিয়ে নির্বাচন কমিশনটাকে গঠন করতে বলেছিলাম। কারন দেশের যে রাজনৈতিক সংকট আছে সেই সংকটে আমরা মনে করি সর্বজন গ্রাহ্য ব্যক্তিত্ব যদি নির্বাচন কমিশনকে না দেয় তাহলে সেই নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু হবেনা।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির দুলু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রমূখ।