নৌকা প্রতীকের সম্মান রাখার দায়িত্ব আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের-শেখ হারুনুর রশিদ

প্রকাশঃ ২০২১-১০-১৭ - ০০:০৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেছেন, নৌকা আওয়ামীলীগের দলীয় প্রতীক। এটা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতীক। এ প্রতীকের সম্মান সমন্বিত রাখার দায়িত্ব আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সহসভাপতি বিএমএ সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, যুবলীগ নেতা জামিল খান, জাকির হোসেন সরদার, শেখ রওশন আলী, মোশারফ হোসেন মোড়ল, আলাউদ্দিন সরদার, কামরুজ্জামান নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম, শরিফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মোস্তফা কামাল চৌধুরী বুলু ও আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, শাহাদাৎ বিশ্বাস, দলীল উদ্দিন মোল্যা, এ্যাড. আকতারুনেচ্ছা তিতাস, আনছার আলী বিশ্বাস, বেগম শামছুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবীন বসু, এস কে মিজানুর রহমান, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।