পলাশবাড়ীতে আল্লাহর দলের সক্রিয় তিন সদস্য গ্রেফতার

প্রকাশঃ ২০২০-০৬-২৫ - ২১:২৭

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী এলাকা থেকে ২৫ জুন বৃহস্পতিবার ভোররাতে বিপুল পরিমান উগ্রবাদী বই, লিফলেটসহ মোবাইল ফোন ও সিমকার্ডসহ নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গ্রেফতারকৃত তিনজন হলো পলাশবাড়ী উপজেলার আন্দুয়া গ্রামের মৃত্যু আব্দুর রহমানের ছেলে টিপু সুলতান (৩৬), বিশ্রামগাছী গ্রামের মৃত গোলাম সরোওয়ারের ছেলে গোলাপ মন্ডল (৩৫) ও পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের আবুল কাশেমের ছেলে আলামিন (৩৯)। এবিষয়ে রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ সাংবাদিকদের জানান, পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ওই তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

অপর দিকে পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় পলাশবাড়ী থানায় র‌্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। এরপর গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।