গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় করোনার এই সময়কালে ঈদ উপলক্ষে অসহায় কর্মহীন সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে গাইবান্ধা জেলা পরিষদের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোট বাবুর তত্বাবধানে আজ ২৩ মে শনিবার সকালে পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসা মাঠ হতে এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। এসময় থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম পাপুল, পলাশবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব নুরুল ইসলামসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।