পাইকগাছায় গৃহবধূ সুজানা আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের

প্রকাশঃ ২০২০-১২-১৩ - ১৭:৫৬
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা গৃহবধূ সুজানা আত্মহত্যার ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে । আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানাকে এজহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছে ।
অভিযোগে জানা যায়, উপজেলার শ্যামনগর গ্ৰামের মৃত শুকুর আলী গাজীর ছেলে রবিউল ইসলাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাতিখালী গ্ৰামের বাবুর আলী সরদারের মেয়ে সুজানা কে ১৭/৭/১৯ তারিখে ১ লক্ষ টাকা দেনমোহর ধার্য বিয়ে হয়। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও ১ লক্ষ টাকার মালামাল প্রদান করে। বিয়ের পর থেকে রবিউলের মা শুককলী,ভাই তৈয়বুর ও ভাবী সাবিনা রবিউল কে আরো যৌতুক আনার কুপ্রচোনা দিত। যে কারণে রবিউল তার স্ত্রীকে প্রায় সময় মারপিট করতো। রবিউল তার ভাবী সাবিনার সহিত পরোকিয়া জড়িত ছিল। সুজনার পিতা একটি মামলায় ১৫ দিন জেল হয় । এ ঘটনা পুঁজি করে রবিউল ওর স্ত্রী সুজানাকে মারপিট করে । যে কারণে সুজনা ৫/১২/২০ শনিবার দিনের বেলায় নিজ ঘরে আত্বহত্যা করতে বাধ্য হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রেরন করেছে। সুজানার পিতা জেল থেকে বাড়ি এসে সব ঘটনা শুনে রবিবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিউল ,মা শুককলী,ভাই তৈয়বুর ও ভাবী সাবিনা কে আসামি করে মামলা করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানা কে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী মানবাধিকার কর্মী এড এফ এম এ রাজ্জাক বলেন , সুজানার স্বামী রবিউল তার ভাবীর সহিত পরোকিয়া থাকায় প্রায় সময় মারপিট করতো। এছাড়া ইতো মধ্যে সুজনার পিতা একটি মামলায় জেল হাজত থেকে বাড়িতে ফিরে শোনেন তার মেয়েকে সুজানাকে নানান বিষয় নিয়ে মারপিট করেছে যে কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে , আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্টি হয়ে অভিযোগ টি আমলে নিয়ে ওসি পাইকগাছা কে এজাহার হিসেবে গন্য করার আদেশ দিয়েছে।