পাইকগাছার তহশীলদার নুর ইসলামের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৮-১৮ - ২০:৫৩

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ( তহশীলদার) নুর ইসলামের ক্ষমতার দাপটে আদালতের আদেশকে কঠাক্ষ করে তিনি “ছাগলের পায়ে ধান পড়ে না” বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পাইকগাছা -কয়রার সীমান্ত বর্তী শুড়িখালী বাজারে তহশীলদার মোঃ নুরইসলাম শিকদার আদালত সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার( ভূমি)র নিকট জলমহল ইজারাদার সমিতির পক্ষ থেকে তহশীলদারের এ আচরনের বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। পাইকগাছার সোনার বাংলা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক মোঃলাভলু বিশ্বাস সহ সদস্যরা জানান, সরকারের জলমহল নিতিমালার আলোকে বাংলা ১৪২৭ থেকে ১৪২৯ সাল পর্যন্ত ইজারা প্রাপ্ত হয়ে ৫ একর বিশিষ্ট গড়ইখালীর বগুড়ার খাল জল মহলটি মৎস্য চাষ করছি। যার আয়কর ভ্যাট সহ ১ লক্ষ ৮ হাজার টাকার সরকারী রাজস্ব গত ২৫/০৩/২০২০ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। একই তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও জল মহল ব্যাবস্হাপনা কমিটির সভাপতি আমাদের দখলনামাও বুঝে দেয় এবং সেখান থেকে এ পর্যন্ত মৎস্য চাষ করে শান্তিপুর্ণভাবে ভোগ দখলে আছি। এদিকে নির্বাহী অফিসার ও জলমহল কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পাতড়াবুনিয়া এ বি মৎস্য জীবি সমবায় সমিতির লিঃ এর সভাপতি হাফিজুর রহমান সরদার খুলনার অতিরিক্ত জেলা প্রসাশকের আদালতে মিস ৪/ ২০২০ মামলা করলে আদালত এবি মৎস্য জীবি সমিতির পক্ষে রায় দেয়। অন্যদিকে এ রায়ের বিরুদ্ধে গত১২/০৮/২০২০ তারিখে সোনার বাংলা মৎস্য জীবি সমিতির পক্ষ থেকে যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে অন্তবর্তী কালীন নিষেধাঙ্গা চেয়ে মামলা করলে আদালত হাফিজুর ইসলাম সরদারকে ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। ইতি মধ্যে সংশ্লিষ্টরা এ নোটিশ পেয়েছেন বলে জানা গেছে। এ দিকে সোমবার সকালে গড়ইখালীর ইউনিয়ন সহকারী ভূমি কর্তা নুর ইসলাম শিকদার তড়িঘড়ি করে এবি মৎস্য জীবি সমিতির পক্ষে দখল বুঝে দিতে গেলে দখলে থাকা সোনার বাংলা সমিতির মৎস্য চাষী রনজিত মন্ডল, বিশ্বজিত রায় সহ সংশ্লিষ্টরা তহশীলদারকে শুড়িখালী বাজারে জজ কোর্টের সর্বশেষ নির্দেশের কপি দেখালে তিনি উল্টো এ কাগজ কোন কাজে লাগে এবং ছাগলের পায়ে ধান পড়ে না বলে প্রকাশ্যে এমন মন্তব্য করেন বলে প্রতক্ষ দর্শীরা জানান। এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে , আদালত সম্পর্কে এ মন্তব্য করেননি বলে তহশীলদার নুর ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আদালতের মামলায় আমি বিবাদী নেই, সেক্ষেত্রে এ আদেশ আমার জন্য প্রযোজ্য না। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন আমি দখল বুঝে দিতে এসেছি, তাই করছি।