পাইকগাছার লতায় ভিজিডি কার্ড অসহায় ও দু:স্থদের বাদ দিয়ে ধনীদের দেওয়ার অভিযোগ

প্রকাশঃ ২০২৩-০৪-০১ - ১০:৪৮

পাইকগাছা অফিস : পাইকগাছার লতা ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে ভিডব্লিউবি উপকার ভোগীর তালিকায় অসহায় ও দু:স্থদের বাদ দিয়ে ধনী ব্যক্তিদের নাম দেওয়ায় উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, লতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর স্বপন কুমার মন্ডল তার ওয়ার্ডের ৩টি গ্রামে যাচাই বাছাই করে ভিডব্লিউবি উপকার ভোগীর ২০/২২ জনের একটি তালিকা ইউনিয়ন পরিষদে জমা দেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তার দেওয়া নাম তালিকায় না থাকায় তিনি ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে জানালে তিনি কিছুই জানেন না বলেন। উপায়ন্ত না পেয়ে ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল প্রকৃত অসহায় ও দু:স্থ ব্যক্তিরা যাতে ভিডব্লিউবি উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্ত হয় সে কারণে গত ২০ মার্চ সোমবার এ অভিযোগ করেন। এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের মুঠোফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।