পাইকগাছায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশঃ ২০২১-০৪-২৫ - ১৯:০৮

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় গঁলায় রশিতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদের উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরবেলায় লস্করের চকবগুড়া মৌজায় নির্মাণাধীন কৃষি কলেজ ও মেয়র সেলিম জাহাঙ্গীরের চিংড়ি ঘেরস্থ মেইন সড়কের পাশে নিম গাছে ঝুলন্ত অবস্থায় এ যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য বিকেলে খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। এ সময়ের মধ্যে এ যুবকের পরিচয় জানাজাযনি। এটা হত্যা না আত্মহত্যা তা প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাস্থল পরিদর্শন করে থানার ওসি, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা এটা অস্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছেন।
মেয়রের ঘের কর্মচারী হাসান জোযাদ্দার জানান, রবিবার ভোর বেলায় ঘেরের বাগদা চিংড়ি ধরা ঘুনি বা আটন ঝাড়তে গিয়ে নিম গাছে গলায রশিতে ঝুলত লাশ দেখতে পেয়ে ভয়ে দৌড়ে বাসায় গিয়ে ঘের ম্যানেজারকে জানাই। এর পর থানা পুলিশকে খবর দেওযা হয়। থানার ইন্সপেক্টর ওসি ( অপারেশন) দেবাশীষ দাশ জানান, মৃত্যু যুবকের শরীরে শেওলা লগানো সহ পরনে গ্যাবাডিনের প্যান্ট ছিল। এক পায়ে মজা ও গায়ের গেঞ্জি পাশে ফেলানো ছিল। বেলা বাড়তে থাকলে খবর পেয়ে বিভিন্ন এলাকার মানুষ ঘটনাস্থলে জড়ো হলেও হতভাগ্য যুবকের পরিচয় জানতে পারেনি। ধারনা করা হচ্ছে দুর্বত্তরা তাকে অন্য কোথায হত্যা করে ঘেরের ফাঁকা স্থানের গাছে গলায় রশিতে ঝুঁলিয়ে দেয়। মৃত্যুর রহস্য উন্মোচনে থানার ওসি,পিবিআই সহ সিআইডি কর্মকর্তারা সহ লস্কর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা নির্নয়ের জন্য মৃতের ডিএনএ পরীক্ষার সাম্ভলিং সহ ময়না তদন্ত করা হবে। রিপোর্টের ভিত্তিতে পরবতী ব্যবস্থা গ্রহনের কথা জানান পুলিশের এ কর্মকর্তা।