পাইকগাছায় জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৮৩

প্রকাশঃ ২০১৭-১১-০২ - ০০:০৯

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭টি সাধারণ কেন্দ্র, ২টি মাদ্রাসা কেন্দ্র, ২টি ভেন্যু কেন্দ্র ও ২টি ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। প্রথম দিনের পরীক্ষায় ৪ হাজার ৩৮১ পরীক্ষার্থীর মধ্যে ১৮৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। কেন্দ্র সচিব মোঃ আব্দুল গফফার জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৭ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলো ২৫, অজিত কুমার সরকার জানান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫০ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ১৮, হরেকৃষ্ণ দাশ জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ৩৮৯ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৬, রহিমা আক্তার শম্পা জানান, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩২৬ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৫, গোপালচন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর কে বি কে কলেজিয়েট স্কুল ও রাড়–লী প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৭৩১ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ১৭, মধুসুধন সরকার জানান, গড়ইখালী আলমশাহী ইনষ্টিটিউট ও শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ভেন্যু কেন্দ্রে ৭৪৫ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ১৩, গোপাল চন্দ্র মন্ডল জানান, চাঁদখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৫ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ১৩, দেলওয়ার হোসেন জানান, পাইকগাছা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩০৮ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৩৫, মাওঃ সাইফুল্লাহ জানান, হাবিব নগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২৫৫ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৩৮, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস জানান, কেডি শাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ৭৫ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৮, শিমুল বিল্লাহ জানান, পিটিডি সুন্দরবন টেকনিক্যাল কেন্দ্রে ৬০ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৫।