পাইকগাছায় জোর পুর্বক হারীর খাতায় স্বাক্ষর নেবার অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৩-০১ - ২১:২৭

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধ নিয়ে আপোষ-মিমাংসার কথা বলে ডেকে নিয়ে জোর পুর্বক হারীর খাতায় দেড় লক্ষ টাকার স্বাক্ষর করে নেবার অভিযোগ উঠেছে ঘের ম্যানেজার সহ দু’ব্যক্তির বিরুদ্ধে। ২৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার দেলুটির কাঁঠামারী বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনাটি বলে জানাগেছে। এ ঘটনায় দেলুটির মাগুরা গ্রামের বৃহস্পতি মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন ।
থানায় অভিযোগের বর্ননা দিয়ে বাসুদেব মন্ডল জানান, হানিমুনকিয়া মৌজায় সম্পা ফিসের ঘেরভুক্ত আমার ডিড কৃত জমি চলতি বছরে হানিরাবাদের সোহরাব হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদারকে ডিডি করে দেই। এতে সম্পা ফিসের ঘের ম্যানেজার হানিরাবাদের আলমগীর গংরা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি অভিযোগ করেণ এ নিয়ে মিমাংসার নামে শনিবার দুপুরে কাঁঠামারী বাজাস্থ রাজিবের প্রতিষ্ঠানে নিয়ে হুমকির মুখে ফেলে ম্যানেজার আলমগীর ও রাজীব হারির খাতায় দেড় লাখ টাকা উল্লেখ করে ৪টি ভাউচারে স্বাক্ষর করে নিতে বাধ্য করে। ঘটনা সম্পর্কে বাসুদেবের বাবা বৃহস্পতি জানান,ঘটনার সময় প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। এ ঘটনায় বাসুদেব বাদী হয়ে ঘের ম্যানেজার আলমগীর ও রাজিবের বিরুদ্ধে রোববার থানায় অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে একাধিক বার রাজিবের মোবাইল ০১৭১৩-২৭২৫ ২১ নম্বরে কল করে পাওয়া যায়নি। এদিকে ঘেরের ডিড মালিক শহিদুল হাওলাদার জানান, বাসুদেবের ডিডের অংশ সহ হানিমুনকিয়া মৌজায় অমল মন্ডল, কার্ত্তিক, মৃনাল, নিলীমা সরকার গংদের নিকট থেকে ৫, ৫১ একর সম্পতি ৩ বছর মেয়াদী ইজারাচুক্তি বা ডিড করে নিলে বিরোধোর সুত্রপাত ঘটে। সুত্র জানায়,সম্পা ফিস কর্তৃপক্ষ ডিড কৃত জমি ছেড়ে দিতে বিলম্ব করলে শহিদুল হাওলাদার গত ২৪ জানুয়ারী প্রোঃ বিশু বাবুর নামে স্থানীয় এমপি আকতারুজ্জামান বাবুর কাছে কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি সমাধানের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুকে নির্দেশনা দেন। জানাগেছে, কয়েক দফা উদ্দোগের পর সর্বশেষ জোর করে হারির খাতায় স্বাক্ষরের ঘটনা ঘটলো বলে অভিযোগ উঠলো। এ সম্পর্কে ওসি এমাদুল হক শেখ বলেন, এ সংক্রান্ত অভিযোগ প্রমানিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।