পাইকগাছায় দখলীয় বসত বাড়ী থেকে উচ্ছেদের পায়তারা 

প্রকাশঃ ২০২০-১২-১৩ - ১৭:৫২
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ষাট বছরের দখলীয় বসত বাড়ী থেকে উচ্ছেদের পায়তারা করায় সিভিল কোটে নিষেধাজ্ঞা মামলা করায় প্রতিপক্ষের হুমকিতে পড়েছে পরিবার।
জানা যায়,উপজেলার বিরাশি গ্রামের মৃত মোক্তার মোড়লের ছেলে ইকবাল মোড়লরা বিরাশি মৌজায় ২৩ শতক জমিতে বাড়ী ঘর করে ৬০ বছর ধরে বসবাস করছে।সম্প্রতি তাদের শরিক আলমুদ্দীনদের সাথে পারিবারিক বিরোধ দেখা দিয়েছে। এ কারনে প্রতিপক্ষ ইকবালদের জব্দ করতে ৬০ বছর আগে বন্টন করা সম্পত্তি পুনরায় দাগে দাগে বন্টন করার পায়তারা করছে। যা করলে প্রতিপক্ষের বসত বাড়ী ভাঙ্গা পড়বে। এ হুমকিতে অসহায় পরিবারটি অগত্য সিনিয় উপজেলা সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে রোববার দেঃ মামলা করেছে। মামলার খবর পেয়ে প্রতিপক্ষ আলীমুদ্দীনরা আরোও ক্ষিপ্ত হয়ে গেছে বলে ইকবাল মোড়ল জানায়। প্রতিপক্ষ আলীমুদ্দিীন জানায়, আমরা কাউকে হুকি দিচ্ছি না তাদের বিরুদ্ধে থানায় জিডি করায় মিথ্যা কথা বলছে।  যেহেতু শরীক সম্পত্তি। আমাদের পাওনা সম্পত্তি আমরা নিতে চাচ্ছি।