পাইকগাছায় প্রধান শিক্ষক দত্ত চিত্তরঞ্জনের বিদায় অনুষ্ঠান

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ১৭:৫২

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছায় প্রধান শিক্ষক দত্ত চিত্তরঞ্জন মহান শিক্ষকতা জীবনের ইতি টানলেন। প্রবীন এ আদর্শ্যবান শিক্ষা গুরুকে তাঁর শেষ কর্মস্থল বোয়ালিয়া হিতামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ্ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কুমার সাধু’র সভাপতিত্বে ও পাইকগাছা প্রেসক্লাব দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন উপজেলা সহকারী সিনিয়র শিক্ষা অফিসার শোভা রায়, ইসলামুল হক মিঠু, নয়ন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু, ইউ,আর,সি’র ইন্সটেক্টর রনজিত কুমার মিস্ত্রী, প্রেসক্লাব সম্পাদক মোসলেম উদ্দীন, ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার, অবঃ অধ্যাপক সুশান্ত সাধু, অবঃ শিক্ষক কার্ত্তিক পাল, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, নুরুজ্জামান, রবীন্দ্র নাথ রায়, ছন্দা ঘোষ। ম্যানিজিং কমিটিসহ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, অমরেন্দ্র নাথ ঘোষ, শেখ মাহাফুজুর হক, হাজিরা খাতুন, আসমা জহুরা, রাজিয়া আক্তার, আব্দুল্লাহ আল মাসুদ, সুদাম সাধু, উত্তম বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, অচিন্ত গাইন ও ক্ষুদে শিক্ষার্থী সুশীলতা পাল প্রমুখ। সভায় ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী অতিথি প্রধান শিক্ষক দত্ত চিত্তরঞ্জনকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।